কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার চিতোড্ডা নামের একটি গ্রামে একটি প্রাচীন মসজিদ দেখতে পাবেন। মসজিদটি চিতোড্ডা মসজিদ নামে পরিচিত। মসজিদটি আয়তাকারে নির্মিত এবং ৩ গম্বুজ বিশিষ্ট। একটি উঁচু প্লাটফর্মের উপর মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের এক শিলালিপি অনুযায়ী, মোহাম্মদ জামাল নামক এক ব্যক্তি ১৭৭৪ সালে এই মসজিদটি নির্মাণ করেন।
Last Updated Date of This Artical : 0000-00-00